বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

আল্লামা নুরুল ইসলাম জেহাদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী

আজ আল্লামা নুরুল ইসলাম জেহাদী রাহিমাহুল্লাহ-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন এই বিশিষ্ট আলেমে দ্বীন। তিনি ১৯৪৮ সালে চট্টগ্রামের ফটিকছড়ি থানার ধুরুং গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

পড়াশুনা শুরু করেন গ্রামের মক্তব থেকে। হিফজ শেষ করেন ফটিকছড়িতে অবস্থিত নাজিরহাট বড় মাদরাসা হিসেবে পরিচিত জামিয়া আরাবিয়া নসিরুল ইসলাম থেকে।

সেখানেই তিনি জামায়াতে হেদায়াতুন নাহু পর্যন্ত পড়াশুনা করেন।

এরপর ভর্তি হোন দেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীতে। ১৯৭৪ সালে হাটহাজারী মাদরাসা থেকে তিনি দাওরায়ে হাদীস শেষ করেন।

হাটহাজারী পড়া অবস্থায় তিনি বিখ্যাত অনেক আলেমে দ্বীনের সোহবত পেয়েছেন। তার উস্তাদদের মধ্যে বিখ্যাত কয়েকজন হচ্ছেন, মুফতীয়ে আজম মুফতি ফয়জুল্লাহ (রহ.), হাটহাজারী মাদরাসার তৎকালীন মুহতামিম মাওলানা শাহ আবদুল ওয়াহহাব (রহ.), শাইখুল হাদীস আল্লামা আব্দুল আজিজ (রহ.), মুফতিয়ে আজম মুফতী আহমদুল হক (রহ.), মাওলানা আবুল হাসান (রহ.), মাওলানা মুহাম্মদ হামেদ (রহ.), আল্লামা শাহ আহমদ শফী (রহ.) প্রমুখ।

তিনি ছিলেন হাটহাজারী মাদরাসার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ছাত্রদের একজন। উস্তাদদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ছাত্র।

শিক্ষাজীবন সমাপ্তির পর দক্ষিণ চট্টগ্রামের পটিয়া থানাধীন কৈয়গ্রাম মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। কৈয়গ্রাম মাদরাসায় এক বৎসর শিক্ষকতার পর বাবুনগর মাদ্রাসায় আহুত হলে সেখানে শিক্ষক হিসেবে নিয়ােজিত হন। বাবুনগর মাদ্রাসায় কয়েক বৎসর অধ্যাপনার পর ঢাকার আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসায় ১৯৮২ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। এসময়ে পিতা মৃত্যুবরণ করলে তিনি নিজ বাড়িতে চলে যান ও পুনরায় বাবুনগর মাদ্রাসায় যােগদান করেন।

১৯৮৪ সালের ১০ জুলাই তিনি রাজধানীর খিলগাঁও-এ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম প্রতিষ্ঠা করেন। মৃত্যু পর্যন্ত তিনি এই মাদ্রাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্বরত ছিলেন।

তিনি বিখ্যাত আলেমে দ্বীন খুলনা দারুল উলুমের মুহতামিম মাওলানা মাহমুদুর রহমানের জ্যেষ্ঠ কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তাদের ৩ পুত্র ও ৩ কন্যা রয়েছে।

ছাত্র অবস্থা থেকেই আল্লামা নুরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার। ছাত্র রাজনীতিতে সরাসরি না জড়ালেও তিনি সর্বদাই ছাত্রদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন।

আল্লামা জুনাইদ বাবুনগরী রহ.-এর নানা ও আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বাবা আল্লামা হারুন বাবুনগরী (রহ.) নেজামে ইসলাম পার্টির হয়ে সংসদ নির্বাচন করলে সে নির্বাচনে আল্লামা হারুন বাবুনগরীর নির্বাচনী প্রচার-প্রচারণার প্রধানের দায়িত্ব পালন করেন আল্লামা নুরুল ইসলাম।

আল্লামা নুরুল ইসলাম ১৯৭৮ সালে ঢাকার বড় কাটারা মাদরাসায় শিক্ষকতাকালীন সময়ে কারী উবায়দুল্লাহ (রহ.)-কে আহ্বায়ক করে ইসলামী আন্দোলন পরিষদ নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন এর সদস্য সচিব। এই সংগঠনের ব্যানারে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের সময় ইসলাম অবমাননার বিচারের দাবিতে বঙ্গভবন ঘেরাও-সহ ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে নানারকম কর্মসূচী পালন করেন।

রাজনীতিতে খুব বেশি সক্রিয় না থাকলেও ১৯৯১ সালে তিনি মিনার প্রতীক নিয়ে ইসলামি ঐক্যজোটের প্রার্থী হিসেবে ফটিকছড়ি আসনে নির্বাচন করেন।

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে আনাচে-কানাচে গিয়ে ওয়াজ মাহফিলের মাধ্যমে যে কয়জন হাতেগোনা আলেম-উলামা দ্বীনের খিদমত আঞ্জাম দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আল্লামা নুরুল ইসলাম জেহাদী।

বাংলাদেশে খতমে নবুওয়ত আন্দোলনের কথা আসলেই সবচেয়ে বেশি যে মানুষটির নাম সামনে আসে, তিনি হলেন আল্লামা নুরুল ইসলাম জেহাদী (রহ.)। খতমে নবুওয়ত আন্দোলন ও আল্লামা নুরুল ইসলাম ছিলেন একে ওপরের পরিপূরক।

১৯৯১ সালে কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা রোধে প্রতিষ্ঠা করা হয় আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খমতে নবুওয়ত বাংলাদেশ। এর সভাপতি করা হয় বাইতুল মোকাররমের তৎকালীন খতীব আল্লামা উবায়দুল হক (রহ.)-কে এবং সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয় আল্লামা নুরুল ইসলাম জেহাদী (রহ.)-কে।

১৯৯১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ২৯ বছর তিনি এই সংগঠনের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।

২০২০ সালে আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর ইন্তেকালের পর তিনি এর সভাপতির দায়িত্বে আসেন। মৃত্যু অবদি তিনি ছিলেন সংগঠনটির সভাপতি।

আল্লামা নুরুল ইসলাম ছিলেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার গুরুত্বপূর্ণ শুরা সদস্য। ২০০৩ থেকে মৃত্যু পর্যন্ত তিনি দেশের শীর্ষ এই দ্বীনি বিদ্যাপীঠের গুরুত্বপূর্ণ শুরা সদস্যের দায়িত্ব পালন করেছেন।

আল্লামা নুরুল ইসলাম জেহাদী দীর্ঘদিন যাবত বেফাকুল মাদারিসিল আরাবিয়া-বেফাকের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। কওমী মাদরাসার সরকারী স্বীকৃতির পর গঠিত আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর সদস্য মনোনীত হোন তিনি।

দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি এর সাথে সম্পৃক্ত ছিলেন। ২০২০ সালে হেফাজতের তৎকালীন মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমীর ইন্তেকালের পর সে বছর ২৬ ডিসেম্বর আল্লামা নুরুল ইসলাম জেহাদীকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

তিনি ছিলেন হেফাজতের ইতিহাসে সবচেয়ে দুঃসময়ের মহাসচিব। কারাবন্দী হেফাজত নেতাকর্মীদের মুক্তির দাবিতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যান। চরম শারীরিক অসুস্থতা নিয়ে দিকবিদিক ছুটেছেন আলেমদের মুক্তির জন্য।

২০২১ সালের নভেম্বরের ২৭ তারিখ বন্দি হেফাজত নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উলামা সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন চলাকালে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন আল্লামা নুরুল ইসলাম জেহাদী। সেদিন সন্ধ্যায় তাঁকে প্রথমে খিদমাহ হাসপাতাল ও পরবর্তীতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা জানান তিনি স্ট্রোক করেছেন। রাতে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ২৯ নভেম্বর তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান।

২৯ তারিখ ইশার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজে জানাজা শেষে মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে হাটহাজারী মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।

মহান আল্লাহ এই বিশিষ্ট আলেমে দ্বীনকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আমীন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img