মঙ্গলবার সকালে গাজ্জা উপত্যকায় যুদ্ধ বিরতির মেয়াদ বৃদ্ধি করা হয়। তবে এর কিছুক্ষণ পরেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে বসে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী। যার ফলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে সংঘর্ষ বেধে যায়। কিন্তু ইসরাইলি বাহিনীকে সফলভাবে রুখে দেওয়া হয়েছে বলে জানান হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড।
কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি জানান আল কাসসাম ব্রিগেডর মুখপাত্র।
মুখপাত্র বলেন, মঙ্গলবার সকালে উত্তর গাজ্জায় অবস্থান করছিল ইসরাইলি সেনাবাহিনী। তবে এর কিছুক্ষণ পর যুদ্ধ বিরতির শর্ত ভঙ্গ করে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এসময় হামাস তাদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে তারা পিছনে ফিরে যেতে বাধ্য হয়।
মুখপাত্র আরো বলেন, দখলদার ইসরাইলের দ্বারা চুক্তি ভঙ্গ না হওয়া পর্যন্ত হামাস যুদ্ধবিরতি চুক্তির অধীনে তার প্রতিশ্রুতিতে অটল থাকবে।
সূত্র: প্রেস টিভি