বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আল শিফা হাসপাতাল পরিচালকের বন্দীদশা আরো ৪৫ দিনের জন্য বৃদ্ধি করল ইসরাইল

গত সপ্তাহে আটককৃত গাজ্জা উপত্যকার আল শিফা হাসপাতালের পরিচালক ও সিনিয়র চিকিৎসকদের বন্দিদশা আরো ৪৫ দিনের জন্য বৃদ্ধি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী।

মঙ্গলবার (২৮ নভেম্বর) গাজ্জার সরকারি গনমাধ্যম অফিস এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে , “তথাকথিত তদন্তের নামে গাজার আল-শিফা হাসপাতালের পরিচালকের বন্দিদশার মেয়াদ আরো ৪৫ দিনের জন্য বৃদ্ধি করেছে দখলদার সেনাবাহিনী।”

প্রসঙ্গত, গত সপ্তাহে জাতিসংঘ মিশনের হয়ে হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার দায়িত্ব পালনের সময় আটক করা হয় মুহাম্মাদ আবু সালমিয়াহসহ আরো ৫ জন স্বাস্থ্যকর্মীকে।

গত শনিবার ইসরায়েলি সামরিক মুখপাত্র ডোরন স্পিলম্যান জানান, আল শিফা হাসপাতালে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ‘পরিচালনা কেন্দ্র’ খুজে পাওয়ার পরিপ্রেক্ষিতে আবু সালমিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সূত্র: প্রেস টিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img