ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ২য় বারের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্পেনের উচ্চ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
মঙ্গলবার অনুষ্ঠিত এ বিক্ষোভ কর্মসূচিতে স্পেনের বার্সেলোনা, মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, সেভিল, মালাগা, বিলবাও এবং জারাগোজাসহ মোট ৩৮টি শহরের শিক্ষার্থীরা যোগ দেয়।
মাদ্রিদের বিক্ষোভকারীরা ‘গণহত্যা বন্ধ করো’, ‘খুনি ইসরাইল’ ও ‘স্বাধীন ফিলিস্তিনি জনগণের সংগ্রাম দীর্ঘজীবী হোক’ বলে স্লোগান দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।
গাজ্জা উপত্যকায় কোন উদ্যোগ গ্রহণ না করায় দেশটির রাজনীতিবিদদের সমালোচনা করেন প্রতিবাদে অংশ নেওয়া আইডা গঞ্জালেজ নামে এক ছাত্র।
তিনি বলেন , “ছাত্র হিসাবে আমরা কথায় নয় বরং সরাসরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।”
বিক্ষোভে অংশ নেওয়া ভিক্টোরিয়া বেলেন নামে আরেক শিক্ষার্থী ফিলিস্তিনিদের ‘গণহত্যা’-র সাথে স্পেনসহ ইউরোপীয় দেশগুলো জড়িত বলে অভিযোগ তোলেন।
তিনি বলেন, স্পেনের ইতিহাসে ‘সবচেয়ে প্রগতিশীল’ সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে। অথচ তাদের কিছু করার নেই বলে জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে।
বেলেন বলেন, “ছাত্র হিসেবে আমরা বলতে চাই, যথেষ্ট হয়েছে, এবার এই গণহত্যা বন্ধ করুন।”
প্রসঙ্গত, মাদ্রিদের ইসরাইলি দূতাবাস এ বিক্ষোভ কর্মসূচির নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে এই বিক্ষোভকে ইঙ্গিত করে, ‘ইহুদিবিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে’ বলে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবর মাসের ২৭ তারিখ, গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গণহত্যা বন্ধের জন্য শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
সূত্র: মিডল ইস্ট মনিটর