দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ সোমবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় এ শোক প্রকাশ করেন।
শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আল্লামা নুরুল ইসলাম জেহাদি রহ. এর এই ইন্তেকালে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। এই শূন্যতা মুছবার নয়।
নেতৃদ্বয় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সকলকে সবরে জমিল এখতিয়ার করারও আহবান জানান। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।