বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

হেফাজত মহাসচিবের ইন্তেকালে মুফতি আরশাদ রাহমানীর গভীর শোক

দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তানযিমুল মাদারিস উত্তরবঙ্গ’র সভাপতি ও ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা’র মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী।

সোমবার (২৯ নভেম্বর) তিনি এ শোক প্রকাশ করেন।

মুফতি আরশাদ রাহমানী বলেন, মাওলানা নূরুল ইসলাম জিহাদী রহ. ছিলেন দেশের প্রবীণ আলেমদের মধ্যে অন্যতম। তার মৃত্যুতে আলেম সমাজের যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি দেশও একজন বিজ্ঞ অভিভাবক হারিয়েছে। তার মতো দ্বীনি সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করেছে এমন আলেম বিরল। তিনি একই সাথে আন্তর্জাতিক তাহফফুজে খতমে নব্যুয়ত বাংলাদেশের যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের দায়িত্বও আঞ্জাম দিয়েছেন দক্ষতার সাথে। এতোগুলো দায়িত্ব পালনের পড়েও হাদিসের দরসের মসনদও সময় দিতেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা কোনভাবেই পুরণ হবার নয়।

আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ, সহযোদ্ধা, ছাত্র ও মুহিব্বিনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img