দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাজধানীর জামিয়া নূরিয়া ইসলামীয়া কামরাংগীরচর মাদরাসার শাইখুল হাদিস মাওলানা সুলাইমান নোমানী।
আজ সোমবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
শোকবাণীতে মাওলানা সুলাইমান নোমানী বলেন, আল্লামা নূরুল ইসলাম জিহাদী রহ. ছিলেন এদেশের সকল মুসলমানের জাতীর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দানকারী অকুতোভয় সিপাহসালার। আমাদের দুজনের সম্পর্ক হাটহাজারী মাদরাসার ছাত্র জামানা থেকে। তিনি তখন আমার থেকে কিছু জামাত নিচে লেখা পড়া করতেন। পরবর্তীতে আমরা খতিব ওবাইদুল হক রহ. নেতৃত্বে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়াত এর ব্যানারে এক সাথে কাজ করেছি। উনার ইন্তেকালে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
তিনি বলেন, আল্লামা নূরুল ইসলাম সাহেব হুজুর তাঁর হায়াতে যে সকল দ্বীনি খেদমাত আঞ্জাম দিয়েছেন তা সকলের নিকট স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে মাওলানা সুলাইমান নোমানী বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।