বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ভারতে গঙ্গা স্নান করে চুলকানি বাঁধালেন উগ্রবাদী হিন্দু নেতা: ভর্তি হলেন হাসপাতালে

ভারতের জাতীয় ও পবিত্র নদী গঙ্গার উপনদী হিসেবে বিবেচনা করা হয় যমুনাকে। হিন্দু মতে এই নদী পবিত্র হলেও বাস্তবে তার দূষণ যেন মহামারী আকার ধারণ করেছে। বিষাক্ত ফেনায় ঢেকেছে গেছে নদীর পানি। এর প্রতিবাদে যমুনা নদীর কাছে ক্ষমা চেয়ে দু’দিন আগে ডুব দিয়ে গোসল করেছিলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব। তবে এর পরেই বাঁধে বিপত্তি। গোসলের পরেই তার শরীরে চুলকানি দেখা দিয়েছে। পড়েছেন শ্বাসকষ্টের সমস্যায়। ফলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার (২৬ অক্টোবর) দিল্লি বিজেপির পক্ষ থেকে এক‌ বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা প্রচণ্ড চুলকানি ও শ্বাসকষ্টে ভুগছেন। যার দরুন তাকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা।

উল্লেখ্য, ব্যাপক দূর্নীতি ও অর্থ আত্মসাতের কারণে যমুনা নদীর বর্তমান অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। মারাত্মকভাবে দূষিত হচ্ছে নদীর পানি। এমনকি নদীর পানিতে দেখা দিচ্ছে ফেনা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img