পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা।
রোববার (২৯ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহীদরা হলেন নাবলুস, রামাল্লা ও তুবাস শহরের বাসিন্দা। যাদের বয়স ২৯ থেকে ৩১ বছরের মধ্যে।
পাশাপাশি ব্যাপক ধরপাকড়ও চালানো হয় অঞ্চলটিতে। পূর্ব জেরুজালেমের শরণার্থী শিবিরগুলোর পাশাপাশি ফিলিস্তিনিদের বাড়িতেও অভিযান চালায় ইসরাইলের সেনারা। এসময় কমপক্ষে ২৩ ফিলিস্তিনিকে আটক করে তারা।
ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে।