শুক্রবার, মে ১৭, ২০২৪

ইসরাইলে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলছে আমেরিকা

আমেরিকা নিঃশব্দে অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে ইসরাইল-অধিকৃত ভূখণ্ডে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলছে। শনিবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদ সংস্থা দ্যা ইন্টারসেপ্ট এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল যখন গাজার উপত্যকার ওপর ভয়াবহ বর্বরতা চালাচ্ছে তখন আমেরিকা এই উদ্যোগ নিয়েছে।

ইন্টারসেপ্ট বলছে, পেন্টাগন নিঃশব্দে গাজা উপত্যকা থেকে মাত্র ২০ মাইল দূরে নেগেভ মরুভূমির গভীরে তার গোপন সামরিক ঘাঁটি নির্মাণের জন্য এগিয়ে চলেছে। এই ঘাঁটির কোডনাম দেয়া হয়েছে সাইট- ৫১২।

রিপোর্টে বলা হয়েছে- দীর্ঘস্থায়ী এই ঘাঁটি প্রকৃতপক্ষে একটি রাডার স্টেশন হিসেবে কাজ করবে। ইসরাইলের বিরুদ্ধে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য এই ঘাঁটি নির্মাণ করা হবে। ৭০০ মাইল দূরের ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে কিনা মূলত সেদিকেই এই ঘাঁটির নজর থাকবে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হাজার হাজার রকেট দিয়ে ইসরাইলে হামলা চালায় এবং সেসব রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে ব্যর্থ হয়েছে ইসরাইল।

ইসরাইল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ শুরুর প্রায় দুই মাস আগে পেন্টাগন সাইট ৫১২-তে মার্কিন সেনাদের জন্য এই ঘাঁটি নির্মাণ করতে তিন কোটি ৫৮ লাখ ডলারের একটি চুক্তি করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন দাবি করছে, বর্তমান যুদ্ধে জড়িত হওয়ার জন্য ইসরাইলের অভ্যন্তরে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে ওয়াশিংটনের কোনো পরিকল্পনা নেই। তবে অধিকৃত ভূখণ্ডে এরইমধ্যে গোপন মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে এবং সরকারি চুক্তি এবং বাজেট বরাদ্দের নথিপত্র থেকে এটা স্পষ্ট যে তা বাড়ছে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img