সোমবার, নভেম্বর ১১, ২০২৪

পাকিস্তান কোনো দখলদারদের জন্য তৈরি হয়নি : ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান কোনো ছোট দখলদারদের জন্য না যে এখানে যা খুশি তা করবে। তিনি দেশে আইনের বাধ্যবাধকতা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, অসুস্থ সাংবাদিক ও রাজনীতিবিদের চিকিৎসার বিষয়ে বলেন, নিহত সাংবাদিক আরশাদ শরিফ জানতেন যে কোথায় তার চিকিৎসা করা হবে। এমনকি সেটা বিদেশেও। শিরিন মিজারি এ কথা জানিয়েছেন।

আজ শনিবার (২৯ অক্টোবর) দেশটির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে আক্ষেপ করে তিনি এসব কথা বলেন।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে আগাম নির্বাচনের দাবিতে শুক্রবার রাজধানী ইসলামাবাদে ‘লং মার্চ’ শুরু করেছেন। ইমরান খানের নেতৃত্বে রাজপথের এই আন্দোলন দেশটির সরকারকে বেশ চাপের মুখে ফেলেছে।

সূত্র : ডন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img