আমার বাংলাদেশ পার্টির (এবি পাটি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের বিরোধী দলে যাওয়ার সময় হয়েছে বলে তারা দুর্ভিক্ষের কথা বলছে। আওয়ামী লীগ যা করেছে তাতে দেশের বিরোধীদল হওয়ারও যোগ্যতা নেই তাদের।
শনিবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এবি পাটির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সংকট মোকাবিলায় ব্যর্থ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সব পণ্যের দাম শেখ হাসিনা আপনি বাড়িয়ে দিয়েছেন। মেহনতী মানুষ আজ জিনিসপত্র কিনে খেতে পারছে না। মা-বাবা টাকার অভাবে শিশুদের দুধ না খাইয়ে ভাতের মাড় খাওয়ান। শেখ হাসিনা আপনাকে জবাব দিতে হবে।
তিনি আরও বলেন, কম্বল চোর-রিলিফ চোর আওয়ামী লীগ আবার রিলিফ চুরি করার জন্য দুর্ভিক্ষের কথা বলছে। আওয়ামী লীগকে তা আর করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে।