পাকিস্তান নৌবাহিনীর জাহাজগুলো উত্তর আরব সাগরে তাদের হাতে থাকা অস্ত্রগুলো দিয়ে গোলাবর্ষণের চিত্তাকর্ষক প্রদর্শনী করেছে।
চিফ অব দি নেভাল স্টাফ (সিএনএস) অ্যাডমিরাল মুহাম্মাদ আমজাদ খান নিয়াজি ও অন্যান্য নৌকর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।
পাকিস্তান নৌবাহিনীর সার্ফেস ও অ্যাভিয়েশন প্লাটফর্ম থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সফলভাবে টার্গেটে আঘাত হানে।
নৌবাহিনী প্রধান নিয়াজি পাকিস্তান নৌবাহিনীর অপারেশনগত প্রস্তুতি এবং জাতীয় সমুদ্র স্বার্থ রক্ষা তার সতর্ক অবস্থানে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি দায়বদ্ধতা ও পেশাদারিত্বের জন্য তার অফিসার ও কর্মীদের প্রশংসা করেন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন যে পাকিস্তান নৌবাহিনী পাকিস্তানের সমুদ্র সীমায় যেকোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত। তিনি বলেন, পাকিস্তান নৌবাহিনী দেশকে অজেয় করতে সক্ষম।
সূত্র; এক্সপ্রেস ট্রিবিউন