শনিবার, অক্টোবর ৫, ২০২৪

আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর চমকপ্রদ গোলাবর্ষণ প্রদর্শনী

পাকিস্তান নৌবাহিনীর জাহাজগুলো উত্তর আরব সাগরে তাদের হাতে থাকা অস্ত্রগুলো দিয়ে গোলাবর্ষণের চিত্তাকর্ষক প্রদর্শনী করেছে।

চিফ অব দি নেভাল স্টাফ (সিএনএস) অ্যাডমিরাল মুহাম্মাদ আমজাদ খান নিয়াজি ও অন্যান্য নৌকর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।

পাকিস্তান নৌবাহিনীর সার্ফেস ও অ্যাভিয়েশন প্লাটফর্ম থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সফলভাবে টার্গেটে আঘাত হানে।

নৌবাহিনী প্রধান নিয়াজি পাকিস্তান নৌবাহিনীর অপারেশনগত প্রস্তুতি এবং জাতীয় সমুদ্র স্বার্থ রক্ষা তার সতর্ক অবস্থানে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি দায়বদ্ধতা ও পেশাদারিত্বের জন্য তার অফিসার ও কর্মীদের প্রশংসা করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন যে পাকিস্তান নৌবাহিনী পাকিস্তানের সমুদ্র সীমায় যেকোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত। তিনি বলেন, পাকিস্তান নৌবাহিনী দেশকে অজেয় করতে সক্ষম।

সূত্র; এক্সপ্রেস ট্রিবিউন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img