লেবাননের হিজবুল্লাহ বলেছে, তারা ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ফাদি-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, ওফেক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়। লেবাননের ভূখণ্ড এবং বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এবং গাজার ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, হিজবুল্লাহ আজ অধিকৃত ফিলিস্তিনের উত্তরের টাইবেরিয়াস এলাকা লক্ষ্য করে পাঁচটি রকেট নিক্ষেপ করে।
গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইলি বর্বর সেনাবাহিনী। এরপর থেকে, হিজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলে এবং অধিকৃত গোলান মালভূমির ইসরাইলি সামরিক অবস্থান ও অবৈধ ইহুদি বসতিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে জবাব দিয়ে আসছে।
পার্সটুডে