মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে যা বললেন এরদোগান

আলামিন ফারাজ

লেবাননে ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বিশ্বব্যাপী পদক্ষেপের আহবান জানিয়েছেন তুরষ্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

শনিবার (২৮ সেপ্তেবর) লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে এই আহবান জানান তিনি।

এরদোগান বলেন, “ইসরায়েলের গণহত্যা, দখলদারিত্ব এবং আগ্রাসনের নীতি, যা গত ৭ই অক্টোবর থেকে চলমান। তারা এখন এখন লেবানন এবং লেবাননের জনগণকে টার্গেট করেছে”

এছাড়াও তিনি শিশুসহ লেবাননের জনগনের প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, যাকে তিনি নৃশংস হামলা হিসেবে বর্ণনা করেছেন।

এরদোগান বলেন, ইসরাইলের উন্মাদনার রাজনীতি ইতিমধ্যে গাজা এবং রামাল্লায় দেখা গেছে, এখন তা লেবানন এবং এই অঞ্চলের অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে দেওয়া উচিত নয়।

এরদোগান আরো বলেন, কোনও বিবেকবান ব্যক্তি এই ধরনের গণহত্যাকে মেনে নিতে পারেনা।

এছাড়াও তুর্কি প্রেসিডেন্ট ইসরাইলের আগ্রাসনের জবাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বৈশ্বিক সংস্থা, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img