বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

কবি মুহিব খানকে সভাপতি করে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’র আত্মপ্রকাশ

দেশ জাতি ধর্ম সত্য ও মানবতার পক্ষে সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশের মাধ্যমে একটি সর্বজনীন সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে দেশের স্বনামধন্য কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, প্রকাশক, চিন্তক ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র নামে একটি সার্বজনীন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার পল্টনস্থ একটি মিলনায়তনে মাইনুদ্দিন ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এক সভায় জাগ্রত কবি মুহিব খানকে সভাপতি করে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র’র কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রশিদ আহমদ ফেরদৌস (সিনিয়র সহ-সভাপতি), শিল্পী ও গবেষক কাউসার আহমদ সুহাইল (সাধারণ সম্পাদক), জনপ্রিয় শিল্পী ও সংগঠক মোহাম্মদ বদরুজ্জামান (সাংগঠনিক সম্পাদক) এবং আরো অনেক ব্যক্তিবর্গকে বিভিন্ন দায়িত্বশীল পদে রেখে ৯১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সে সাথে সংগঠনটির বার্ষিক সাধারণ কর্মসূচিও প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইমরানুল বারী সিরাজী, এম কামরুজ্জামান, মুফতী আফজাল হোসাইন, আব্দুল গাফফার, ইব্রাহিম কোব্বাদী, ইলিয়াস হাসান, রায়হানুল কাবীর, হাসিব আর রাহমান, আহমদ আবু জাফর, খন্দকার হোসাইন আহমদ, মুহিব ইমতিয়াজ, রফিকুল্লাহ সাদী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img