শনিবার, মে ৪, ২০২৪

“জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত জনগণের সাথে তামাশা”

জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ৫ টাকা কমানোর সিদ্ধান্ত জনগণের সাথে চরম তামাশা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন তেলের প্রায় ৪৬% মূল্যবৃদ্ধির পর জনগণের প্রতিবাদ ও অসন্তোষের কারণে সরকার লিটার প্রতি ৫ টাকা কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা জনগণের সাথে তামাশা ও প্রতারণার শামিল। বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় গত ৭ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দেন। আমাদের প্রশ্ন, বিশ্ববাজারে যখন দাম কমে, তখন কি মন্ত্রীরা কমানোর ইঙ্গিত দেন? বিশ্ববাজারে তেলের দাম বাড়লেই তারা বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে যান, এটা ঠিক না। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর জনতার রুদ্ররোষ আঁচ করতে পেরে সরকার তেলের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রায ৫০% বাড়ানোর পর লিটার প্রতি ৫ টাকা কমানোর নামে নতুন করে লুটপাটের ফন্দিফিকির করছে। সরকারের এ সিদ্ধান্ত অমানবিক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img