শনিবার, মে ৪, ২০২৪

এবার রাতের ভোট হতে দেওয়া হবে না: রুমিন ফারহানা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, ‌নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন কিছুতেই সম্ভব নয়। তাই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। এবার রাতের ভোট হতে দেওয়া হবে না।

সোমবার (২৯ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দর এলাকার বিওসি ঘাটে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, শতভাগ নয় মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলেই কমপক্ষে ২৫০ আসন নিয়ে বিএনপি সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‌ওয়াদা করে ৯৬ সালে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। কিন্তু ক্ষমতায় গিয়ে সব ভুলে গেছে, পুরোনো চেহারায় আভির্ভূত হয়েছে। তাই দেশের মানুষ তাদের ঘৃণা করতে শুরু করেছিল। পরবর্তীতে ২০০৮ সালে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় এসে নব্য বাকশাল কায়েম করে। পরবর্তীতে দুটি নির্বানের একটিতে বিনা ভোটে এবং অপরটিতে রাতের ভোটে অবৈধভাবে ক্ষমতায় আকঁড়ে আছে। এবার ইভিএম দিয়ে জালিয়াতি করতে চায়। ইভিএমের নামে রঙ্গ করতে দেওয়া হবে না, ভোট হবে ব্যালটে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img