হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় ও খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন সংগঠনটির কেন্দ্রীয় ও খাস কমিটির নেতৃবৃন্দ।
আজ রবিবার (২৯ আগস্ট) রাজধানীর খিলগাঁওস্থ মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতের মহাসচিবের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে সদ্য প্রয়াত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী রহ.-এর মাগফিরাত ও দরজা বুলন্দি কামনা করা হয়।
হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, হেফাজতের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর ইন্তেকালে ইসলামী নেতৃত্বে যে ধরণের ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। তিনি একাধারে একজন বিখ্যাত মুহাদ্দীস, শাইখুল হাদীস ও ধর্মীয় আন্দোলনের আপোষহীন সিফাসালার ছিলেন। এমন নেতৃত্ব আগামী শতবছরেও জাতির ভাগ্যে জুটবে কিনা সন্দেহ আছে।
আমি মরহুম আমীরের মাগফিরাত কামনা করি। সাথে সাথে দেশ ও সারা বিশ্বের মুসলিমদের কাছে মরহুম আমীরের জন্য দুয়ার আহ্বান জানাচ্ছি।
হেফাজত আমীর আরো বলেন, আমি বায়োবৃদ্ধ মানুষ। সকলে মিলে আমাকে আমীরের দায়িত্ব দিয়েছেন। শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে দায়িত্ব পালন করা আমার জন্য কঠিন হলেও সর্বোচ্চ চেষ্টা করবো ইন শা আল্লাহ।
তিনি বলেন, হেফাজত সম্পূর্ণ অরাজনৈতিক ঈমানী আন্দোলনের সংগঠন। এই সংগঠনের কোনও রাজনৈতিক উচ্চাবিলাস বা কর্মসুচি নেই আমরা সেভাবেই হেফাজতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।
বৈঠকে হেফাজত মহসচিব আল্লামা নুরুল ইসলাম বলেন, আল্লামা জুনাইদ বাবুনগরীর ইন্তেকালে দেশবাসী একজন ঈমানদার, সৎ ও সাহসী রাহবারকে হারিয়েছে। তিনি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর হাত ধরে হেফাজতের মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন। যথাযথ ভাবে তিনি সে দায়িত্ব পালন করেছেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর পরে সারা দেশে সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্বে ছিলেন আল্লামা বাবুনগরী। জীবদ্দশায় তিনি কখনো আপোষ করেননি। শাইখুল ইসলামের মৃত্যুর পর সারা দেশের আলেম-উলামা ও হেফাজত নেতৃবৃন্দের সমর্থনে আল্লামা বাবুনগরীকে আমীরের দায়িত্ব দেওয়া হয়। তিনি সেখানেও সফলতার পরিচয় দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য যে, মহান আল্লাহর হুকুমে তাঁকে পরপারের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। শাইখুল ইসলামের ইন্তেকালের এক বছরের মধ্যেই আল্লামা বাবুনগরীর ইন্তেকাল আমাদের অসহায় করে তুলেছে। এমন প্রধান দুইজন নেতৃত্বের চলে যাওয়ায় হেফাজতসহ দেশের ইসলামী অঙ্গনের জন্য বড় ধরণের ক্ষতি সম্মুখীন হয়েছে। আমরা আমাদের মরহুম দুই আমীরের জন্যই বিশ্বের সকল মুসলমাদের কাছে দুয়া চাই। মহান আল্লাহ যেন তাদের জান্নাতের উঁচু মাকাম দান করেন।
তিনি বলেন, আকস্মিক আমীরে হেফাজত আল্লামা বাবুনগরীর ইন্তেকালে সকলের পরামর্শে আমাদের আরেক প্রধান মুরব্বী ও হেফাজতের সাবেক সিনিয়র নায়েবে আমীর এবং প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমীরের দায়িত্ব দেওয়া হয়েছে। হজরত অসুস্থ শরীর নিয়েই সবার অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের বিশ্বাস সাবেক আমীরদের মতো তিনিও দায়িত্ব আঞ্জাম দিয়ে যাবেন। হেফাজতের সকল কার্যক্রম নিয়ম অনুযায়ী চলমান থাকবে।
যেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
এক: সাবেক আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী রহ.-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ। দুই: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন আমীর হিসেবে নির্ধারণের বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদন। তিন: আল্লামা বাবুনগরী রহ. স্মরণে স্মরণ সভা ও দুয়া মাহফিল করার বিষয়ে স্থান ও তারিখ নির্ধারণের বিষয় আলোচনা।
চার: কাদিয়ানীদের অপততপরতা বন্ধে সম্মেলিত প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা। পাচ: কওমী মাদরাসা খোলার বিষয় আলোচনা। ছয়: বন্দী উলামায়ে কেরামের মুক্তির বিষয় আলোচনা। সাত: ঢাকায় মুহতামিম সম্মেলনের আলোচনা। আট: হেফাজতের গঠন্তন্ত্র প্রনয়ণ ও প্রকাশক