বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

শ্রীলঙ্কাকে ৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

রিজার্ভ সংকটে থাকা শ্রীলঙ্কাকে ৭০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। লঙ্কানদের বাজেট ও কল্যাণ সহায়তায় এই ঋণ দিতে যাচ্ছে তারা। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব ব্যাংক শ্রীলঙ্কাকে যেই ঋণ দিচ্ছে সেটির ভেতর ৫০ কোটি ডলার দেয়া হচ্ছে বাজেট সহায়তা হিসেবে। বাকি ২০ কোটি ডলার যাবে সংকটে ক্ষতিগ্রস্তদের সাহায্য তহবিলে।

শ্রীলঙ্কায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ফারিস হাদাদ-জেরভস এক বিবৃতিতে বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত সংস্কার এবং দরিদ্র ও সংবেদনশীলদের সুরক্ষার জন্য বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হচ্ছে।

গেল মার্চে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তির পর শ্রীলঙ্কার পাওয়া সবচেয়ে বড় আর্থিক সহায়তা এটিই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img