বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

চাঁদপুরে সেমাই খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ

চাঁদপুরে সেমাই খেয়ে শিশুসহ একই পরিবারের আটজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে অসুস্থ সবাইকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অসুস্থদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অসুস্থরা হলো- শিশু আব্রাহাম (৩), নুর নবী (৩), আনন্দ (১৩), আঁখি বেগম (৩০), নূরজাহান (৩২) ও জাহানারা বেগম (৩৫)।

অসুস্থদের পরিবারের স্বজনরা জানান, ঈদের দিন সকালে নামাজের পর রান্না করা সেমাই খেয়ে আটজন অসুস্থ হয়ে পড়ে। এতে তারা সবাই প্রায় অচেতন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত কুমার জানান, অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তবে রান্না করা সেমাইয়ে বিষক্রিয়া ছিল কি না, তা এখনই বলা যাচ্ছে না। এই বিষয়ে অসুস্থদের প্রতি বিশেষ নজর রাখা হয়েছে। এমনটা জানান হাসপাতালের জরুরি বিভাগের এই চিকিৎসক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img