ভারতে লাগাতার ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড বেড়েই চলেছে। গরুর গোস্ত বহনের গুজব রটিয়ে করা প্রকাশ্য পিটিয়ে হত্যা হচ্ছে মুসলিমদের। চলতি মাসে মহারাষ্ট্রে পৃথক দুইটি ঘটনায় দুই মুসলিম যুবককে হত্যা করে হিন্দুত্ববাদীরা।
এছাড়াও হিন্দুত্ববাদের এই ঘৃণা ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যেও। গত ২৩ জুন রাজস্থানের একটি কোচিং ইনস্টিটিউটে নামাজরত মুসলিম শিক্ষার্থীদের ঘেরাও করে জয় শ্রীরাম স্লোগান দিতে থেকে হিন্দু শিক্ষার্থীরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে রাজস্থানের এ ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কোচিং ইন্সটিটিউটের একটি কক্ষে মুসলিম ছাত্ররা জামাতে নামাজ আদায় করছিল। নামাজ আদায়ের কক্ষটিকে ঘিরে হিন্দুত্ববাদী ছাত্ররা ধরে বার বার জয় শ্রীরাম, বন্দেমাতরম ও ভারত মাতা কী জেয় বলে বলে স্লোগান দিচ্ছে এবং খুবই উগ্র আচরণ করছে।
এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং রাজস্থান পুলিশের নিরব ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে।
প্রতিক্রিয়ায় রাজস্থান কোটা এলাকার পুলিশের পক্ষ থেকে একটি টুইট বার্তা প্রকাশ করা হয়। বার্তায় ঘটনার সত্যতা মানতে নারাজি জাহির করে বলা হয় ঘটনাটি এখনের নয় বরং ২০২০ সালের। তখন পুলিশ প্রশাসন যথাযথ পদক্ষেপ নিয়েছিলো। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের পর্যবেক্ষণ টিম সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দিতে সব ধরণের পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করে যাচ্ছে।
তবে কোটা পুলিশের এই বার্তা প্রত্যাখ্যান করেছে কোটার অ্যালেন কোচিং ইনস্টিটিউটের মুসলিম শিক্ষার্থীরা। তারা ভিডিও ফুটেজটি কোনদিনের তার যথেষ্ট তথ্যপ্রমাণ দিয়েছে সংবাদমাধ্যমকে। এছাড়া স্পষ্ট বক্তব্যও দিয়েছে কয়েকজন মুসলিম শিক্ষার্থী।
তন্মধ্যে একজন ছাত্র সংবাদমাধ্যমকে জানায়, ২৩ জুন কোচিং ইন্সটিটিউটের একটি কামরায় আমরা নামাজে ছিলাম। এসময় হঠাৎ তারা সেখানে আমাদের জামাতে নামাজ আদায় ও ইসলামের প্রতি বিদ্বেষ বশত বিভিন্ন ধরণের স্লোগান দেওয়া শুরু করে। আমাদেরকে উত্তেজিত করে সংঘর্ষে জড়ানোর চেষ্টা করে। কিন্তু আমরা শান্ত থেকে নামাজ আদায় করেছি। পাল্টা প্রতিক্রিয়া থেকে বিরত থেকেছি।
অপর ছাত্র জানায়, কোচিং ম্যানেজমেন্ট সকল শিক্ষার্থীর ফোন থেকে ভিডিও ডিলিট করিয়েছে। সাময়িক সময়ের জন্য ইন্সটিটিউটে নামাজ পড়া থেকে বিরত থাকার দিকনির্দেশনা জারি করেছে।
সূত্র: দ্যা অবজার্ভ পোস্ট