বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

করোনাকালে পাশে দাঁড়ানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাশে দাঁড়ানোয় বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছে ভারত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এক টুইটে এই ধন্যবাদ জানায়।

এতে বলা হয়, ভারতীয় হাই কমিশন আত্মবিশ্বাসী যে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে।

এর আগে বাংলাদেশ ভারতের বর্তমান সংকটে জরুরি ওষুধ ও মেডিক্যাল সরঞ্জাম পাঠায়। ভারতীয় জনগণ যে দুঃসময় পার করছে, সেসময় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে প্রায় ১০ হাজার এন্টি-ভাইরাল, ওরাল এন্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট পাঠানো হয় ভারতে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনোভাবে ভারতের পাশে দাঁড়াতে প্রস্তুত আছে বাংলাদেশ। ভারতের কোভিড পরিস্থিতিতে মানুষের মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা জানাচ্ছে বাংলাদেশ সরকার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img