বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে আবারও ৩ দিনের রিমান্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের সদ্য সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে আবারও ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জসীম এর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন পল্টন থানার এক মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় পল্টন থানায় করা অপর আরেক মামলায় তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img