বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

রাশিয়ার পর এবার অনুমোদন পেল চীনের টিকা

রাশিয়ার টিকা স্পুতনিক-ভি এর অনুমোদনের পর এবার চীনের সিনোফার্মের করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘সিনোফার্মের টিকাটি চীনসহ বিভিন্ন দেশে অনুমোদিত। এই টিকার সব ডাটা আমরা পেয়েছি, সরকারিভাবে আমাদের কাছে পাঠানো হয়েছে। এগুলো আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের দিয়ে আমরা যাচাই-বাছাই করেছি।’

মাহবুবুর রহমান আরো বলেন, ‘আমাদের ১২ সদস্য বিশিষ্ট একটি পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি আছে। তারা টিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। আমরা দেখতে পেয়েছি এর কার্যকরী ক্ষমতা অনেক ভালো।’

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় রাশিয়ার টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img