মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

আগামিকাল ৮ বন্দিকে মুক্তি দিবে হামাস

গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আগামীকার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রের তিন নাগরিক ও পাঁচ থাই নাগরিককে মুক্তি দিবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

তিন ইসরাইলি নাগরিক হলেন, আরবেল ইয়েহুদ (২৯), আগাম বেরগার (১৯) এবং গাদি মোসে মোজেস (৮০)

আজ বুধবার (২৯ জানুয়ারি) মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসরের মাধ্যমে এসব জিম্মির নামের তালিকা দিয়েছে হামাস।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দপ্তর জিম্মিদের নামের তালিকা পাওয়ার তথ্য স্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের পরিবারকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, গাজ্জায় এখনো আট থাই নাগরিক ও একজন করে নেপালি ও তানিজানিয়ান রয়েছেন। অবশ্য আট থাইয়ের মধ্যে দুজন মারা গেছেন। এছাড়া তানজানিয়ার ওই নাগরিকও নিহত হয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img