সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন সিরিয়ার বিপ্লবী নেতা আবু মুহাম্মদ আল-জুলানী।
সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতে বুধবার (২৮ জানুয়ারি) উচ্চ পর্যায়ের একটি রুশ প্রতিনিধি দল দামেস্ক সফরে এলে এ আহ্বান জানানো হয়।
সিরিয়া সরকারের এক প্রতিনিধি জানান, সাবেক আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিরিয়া সফর করে। সফরে প্রতিনিধি দলটি রাজধানী দামেস্কে সিরিয়ার বিপ্লবী নেতা আহমেদ আল-শারার (জুলানী) সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি আসাদকে ফেরানোর দাবি জানান।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জটিল এক পরিস্থিতিতে রুশ প্রতিনিধি দল সিরিয়া সফর করেছেন। তিনি এ সফরকে খুব গুরত্বপূর্ণ বলে উল্লেখ করে সাংবাদিকদের জানান, সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সর্ম্পক উন্নয়নে তারা আলোচনা চালিয়ে যাবেন।