বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে করোনা মুক্ত ঘোষণা

পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে কোভিড-১৯ (করোনাভাইরাস) মুক্ত বলে ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা করে। সৌদি আরবের অনলাইন নিউজ পোর্টাল সাবাকের বরাতে আরব আমিরাতের দুবাইভিত্তর গণমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনামুক্ত ঘোষণা করার আগে গত বুধবার মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ। প্রিয়নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মৃতিবিজড়িত এই শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস।

এদিকে মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরব সরকার এবারের হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সৌদি ও সৌদি বসবাসরত বাইরের দেশের লোকজনই শর্তসাপেক্ষে এবার হজে অংশগ্রহণ করত পারবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img