কুয়েতে গ্রেফতার থাকা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে চার বছরের জেল দিয়েছেন দেশটির আদালত, আর সেই সঙ্গে ৫৩ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। পাপুলের সাজা কুয়েত সরকারের বিচার বিভাগের নিজস্ব ব্যাপার বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আর সাধারণ প্রবাসীরা বলছেন, পাপুলের এ সাজা অন্যান্য মানব পাচারকারীদের জন্য সতর্কবার্তা।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে কুয়েত সরকারের রায়ের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, পাপুলের এ সাজা অন্যান্য দুর্নীতিবাজ ও মানব পাচারকারীদের জন্য অশনিসংকেত। একই সঙ্গে প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলার পরামর্শ তাদের।
জিয়া উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি বলেন, এটা নিঃসন্দেহ দুর্নীতিবাজ অন্য প্রবাসীদের জন্য দুঃসংবাদ। এ ছাড়া যারা বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছেন তারাও এখান থেকে শিক্ষা নেবে।
কুয়েত বাংলাদেশে দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আশিকুজ্জামান বলেন, তাদের নিজস্ব বিচার বিভাগের মাধ্যমে এ সাজা দেওয়া হয়েছে। এখানে আমাদের কিছুই করার নেই।