বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইসরাইলের পক্ষে গোয়েন্দাবৃত্তি করা ৮ ভারতীয়র সাজা কমালো কাতার

ইসরাইলের পক্ষে গোয়েন্দাবৃত্তি করা ভারতীয় নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়েছে কাতার। চলতি বছরের অক্টোবরে কাতারের নিম্ন আদালত নৌবাহিনীর সাবেক এই আট কর্মকর্তাকে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেয়।

সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করে ভারত। চলতি মাসে কাতারের সংশ্লিষ্ট আদালত ভারতের আবেদন গ্রহণ করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জানায়, আবেদন মেনে কাতারের আদালত মৃত্যুদণ্ডের সাজা কমিয়েছে। তবে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে কী করা হবে, তা এখনও জানানো হয়নি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘আমরা এ বিষয়ে কাতারের আদালতে পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা করছি।’

কাতারের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতের নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তা হলে-ক্যাপ্টেন নবতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ।

কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন নৌসেনার অবসরপ্রাপ্ত এই আট কর্মকর্তা। গত বছর আগস্টেএই আট জন অফিসারকে আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img