শুক্রবার, জুন ১৩, ২০২৫

সুইডেনের ন্যাটোতে যোগদানের পথে সবুজ সংকেত দিলো তুরস্ক

spot_imgspot_img

সুইডেনের ন্যাটো সদস্য পদে যোগদানের জন্য অনুমোদন দিয়েছে তুর্কি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিশন। এর পর তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোয় যোগ দেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, পররাষ্ট্র বিষয়ক কমিশনটি নিয়ন্ত্রণ করে থাকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি।

গত বছর, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে চাপের মুখে পড়ে ন্যাটোতে যোগদানের ইচ্ছা প্রকাশ করে সুইডেন। ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলো সুইডেনকে ছাড়পত্র দিলেও তাদের আটকে দেয় তুর্কি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিশন। তাদের অভিযোগ, পিকেকে অথবা কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের আশ্রয় প্রদান করছে সুইডেন। এছাড়াও বেশ কয়েকবার মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কুরআন পোড়ানোয় স্টকহোমের প্রতি নিন্দা জানিয়েছে তারা।

তবে দীর্ঘ ১৯ মাস পর এই জলঘোলার অবসান হল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ

spot_img
spot_img
spot_img