শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

ব্রিটেন থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

ব্রিটেন থেকে কেউ বাংলাদেশে এলে তার ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

কোভিড ১৯-এর নতুন ধরন যুক্তরাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। এমতাবস্থায় লন্ডন থেকে কেউ বাংলাদেশে আসলে তার কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার।

মন্ত্রিসভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে।

ঢাকার দিয়াবাড়ী ও হজক্যাম্পে কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে। কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে। তবে হোটেলে কোয়ারেন্টিনে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই খরচ বহন করতে হবে বলে জানান তিনি।

লন্ডন থেকে বাংলাদেশে এলে কবে থেকে এই নির্দেশনা কার্যকর হবে, তা সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img