বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে : হেফাজতের মহাসচিব

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যদের হাতে খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু, সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে আইনজীবী হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার পৌর কাউতুলি চত্বরে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাজিদুর রহমান বলেন, আমরা সমস্ত হত্যার বিচার চাই। ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জনকে হত্যা করা হয়। তাদেরকে এই বাংলার মাটিতে প্রকাশ্যে বিচার করতে হবে। হত্যার বিচার হলো ফাঁসি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজত ইসলামের সভাপতি মুফতী মোবারক উল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রখেন, জেলা হেফাজত ইসলামের সেক্রেটারি মাওলানা আলি আজম কাসেমী, তানভীরুল হক সিরাজি, মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা মারুফ কাসেমী, মুফতী দ্বীন মোহাম্মদ আশরাফ, মাওলানা আনোয়ার বিন মুসলি, মাওলানা আব্দুল হাফিজ, মুফতী ওবায়দুল্লাহ মাদানী, মাওলানা জাকারিয়া খান, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মুফতী জুনাঈদ কাসেমী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img