মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বা রওজা শরীফের অভিভাবক আগা আলী বুদায়া ইবরাহীম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২৭ নভেম্বর) তিনি ইন্তেকাল করেন। গতকালই মসজিদে নববীতে আসরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি রওজা শরীফের প্রবীণ ও সর্বশেষ অভিভাবকদের মধ্যে অন্যতম ছিলেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে রওজা শরীফের আরেক অভিভাবক ও প্রবীণ সেবক আগা আব্দু আলী ইদরিস শায়েখ ইন্তেকাল করেন। তিনি আগা সম্প্রদায়ের সর্বশেষদের অন্যতম ছিলেন।
উল্লেখ্য, আগা আলী বুদায়া ইবরাহীম হলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বা রওজায়ে আতহার ও মসজিদে নববীর মিম্বারের সর্বশেষ অভিভাবকদের অন্যতম। সর্বশেষ একারণে যে সম্প্রতি ওই বংশের লোকদের মধ্যে তিনি সহ আর মাত্র ২ জন জীবিত ছিলেন। তার ইন্তেকালে বর্তমানে এই বংশের আর মাত্র ১জন আগা বেঁচে রইলেন। তিনি হলেন রওজার রক্ষক বা অভিভাবকদের শেখ আগা নূরী মুহাম্মদ আলী।
আগা আলী বুদায়া ইবরাহীমের পূর্বপুরুষগণ আবিসিনিয়ার অধিবাসী ছিলেন বলে জানা যায়। তাদের বংশ মূলত ‘আগা’ নামে পরিচিত। উসমানীয়দের শাসনামল থেকে এই বংশের লোকেরাই রওজায়ে আতহার ও মসজিদে নববীর মিম্বারের চাবি সংরক্ষণ করে আসছিলেন। একটি সময়ে তাদের বংশীয় লোকের সংখ্যা কয়েক হাজার থাকলেও তা কালের আবর্তনে মাত্র ৮ জনে নেমে আসে।
পরবর্তীতে ২০১৩ সালে মদিনার তৎকালীন গভর্নর বিলুপ্ত হতে যাওয়া রওজা শরীফের এই খাদেমদের চিত্র সংরক্ষণের উদ্যোগ নেন। আদিল কুরাইশী নামের একজন শিল্পীকে ‘আগা’ নামে পরিচিত আবিসিনিয়ান গোষ্ঠীটির সর্বশেষ প্রজন্মের এই শেষ ৮ জনের ছবি ও চিত্র সংরক্ষণের দায়িত্ব দেন।
আগা আলী বুদায়া ইবরাহীম সহ ‘আগা’ গোষ্ঠীটির সর্বশেষ প্রজন্মের ওই ৮জন ‘আগা’ হলেন,
১.আগা আব্দুল্লাহ আদাম। (রহি.)
২. আগা নূরী মুহাম্মদ আলী। (রওজার রক্ষক বা অভিভাবকদের শেখ)
৩. আগা আব্দু আলী শেখ। (রহি.)
৪.আগা আহমাদ আলী ইয়াসিন। (রহি.)
৫.আগা আহমাদ মাসিবুহ সালেহ। (রহি.)
৬. আগা ইমাম হুসাইন যাইনু। (রহি.)
৭.আগা আলী বুদায়া ইবরাহীম। (রহি.)
৮.আগা সাঈদ আদাম ওমর। (রহি.)
সূত্র: ইনসাইড দি হারামাইন