মাহবুবুল মান্নান
সিলেটের এমসি কলেজে অমানবিক গণধর্ষণের দ্রুত বিচার দাবী করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত যুব মজলিস।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদে অাছর চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবী করা হয়েছে।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার অামিরুল ওয়াহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণের অাহ্বায়ক মাওলানা নুরুল আলম তালুকদার, দক্ষিণ জেলা যুব মজলিসের অর্থ সম্পাদক মাওলানা মীর সালাউদ্দীন, মজলিসে অামেলার সদস্য মাওলানা অারিফুল ইসলাম, হাফেজ মাসুম বিল্লাহ, মাওলানা সামসুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার অামিরুল ওয়াহেদ বলেন, সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে তার সামনে তার স্ত্রীকে ৬ জন ছাত্রলীগ কর্তৃক গণধর্ষণের এই ঘটনা অাইয়্যামে জাহেলিয়াতকেও হার মানাবে। এই নরপশুগুলোকে দ্রুত বিচার দাবী করছি। অন্যতায় আমরা সরকার পতনের অান্দোলনে নেমে পড়তে বাধ্য হবো।
অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুব মজলিসের অর্থ সম্পাদক মাওলানা মীর সালাহ উদ্দীন, মজলিসে অামেলার সদস্য মাওলানা অারিফুল ইসলাম, হাফেজ মাসুম বিল্লাহ, মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।