মাহবুবুল মান্নান
চট্টগ্রাম ওমর গনি এস ই এস কলেজের সাবেক অধ্যাপক, জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহাদ্দিস ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে পবিত্র কুরআনের অমোঘ বাণী ছড়িয়ে দিতে হবে।
নবপ্রজন্ম কুরআন থেকে দূরে থাকায় সমাজে দিন দিন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
সোমবার(২৮সেপ্টেম্বর)চট্টগ্রাম উত্তর মাদারবাড়ীতে ‘আল হেরা আইডিয়াল মাদরাসা’র হিফয বিভাগের সবকদান অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডক্টর খালিদ আরো বলেন,কুরআনের শিক্ষা মানুষকে ইহকাল ও পরকালে সম্মানিত করে।কুরআনের শিক্ষা যত বেশি সমাজে ছড়িয়ে দেওয়া যাবে তত বেশি জাতি ও দেশ উপকৃত হবে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা কবির আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী ও মাওলানা নুরুল কবির ডলুকুলী প্রমুখ।