বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

নির্বিচারে হত্যাকাণ্ড, মামলা ও গণগ্রেপ্তার কোনো সভ্য দেশে চলতে পারে না

নির্বিচারে হত্যাকাণ্ড, মামলা ও গণগ্রেপ্তার কোনো সভ্য দেশে চলতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, সরকারের নির্দেশে পুলিশ জনগণের ওপর যেভাবে গুলি ছুড়েছে, তা সম্পূর্ণ আইনবহির্ভূত ও সংবিধানবিরোধী। নির্বিচারে হত্যাকাণ্ড, মামলা, হামলা ও গণগ্রেপ্তার কোনো সভ্য দেশে চলতে পারে না।

আজ রবিবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ, কোটা সংস্কার আন্দোলনে হত্যা, হামলা, মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ জানানোর ভাষা নেই। এভাবে একটি যৌক্তিক আন্দোলনকে সরকার প্রধান তুচ্ছ-তাচ্ছিল্য করে রাজাকার আখ্যায়িত করা কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারে না। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রদের আন্দোলনকে দমাতে ছাত্রলীগই যথষ্ট বলে বক্তব্য দেওয়ার পরই দেশের দৃশ্যপট পাল্টে যায়। পরবর্তী সময়ে পুলিশ ও বিজিবির সহযোগিতায় ছাত্রলীগ-যুবলীগ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করে। শত শত ছাত্র ও জনতাকে নির্বিচারে হত্যা করা হয়।

তিনি বলেন, পুলিশ প্রকাশ্যে আবু সাঈদকে বুকে গুলি করে ঝঁঝরা করে হত্যা করে। এই হত্যার ভিডিও ফুটেজ বিশ্ববাসী দেখেছে। এখন পুলিশ নিজেদের দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। এধরনের মিথ্যাচারের কোন মানে হয় না। এর মাধ্যমে পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থার সংকট সৃষ্টি হবে আরো প্রকটভাবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের গণগ্রেপ্তার চলছে। এমনকি কোটা সংস্কার আন্দোলনের ৫জন সমন্বয়ককে সরকারি বাহিনী তুলে নিয়ে গেছে। এভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশ চলতে পারে না। এর আশু সমাধান প্রযোজন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img