বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

দেশজুড়ে স্ক্যানার স্থাপন করছে আফগানিস্তান

উন্নত নিরাপত্তার লক্ষ্যে দেশজুড়ে স্ক্যানার স্থাপন করছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

স্ক্যানার স্থাপনের লক্ষ্যে সম্প্রতি বড় ধরণের চুক্তি সাক্ষর করে দেশটি।

ইমারাত সরকারের প্রশাসনিক বিনিয়োগ অধিদপ্তরের পরিচালক মাওলানা আহমাদ জিয়া খালিদ জানান, দেশজুড়ে স্ক্যানার স্থাপনের লক্ষ্যে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তি সাক্ষর হয়। ১২টি কাস্টমসে সর্বমোট ১১৩ মিলিয়ন ৩ লক্ষ মার্কিন ডলার সমমূল্যের স্ক্যানার স্থাপন করা হবে।

তিনি বলেন, কাস্টমস নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতেই দেশজুড়ে স্ক্যানার স্থাপন করছে ইমারাতে ইসলামিয়ার সরকার। এই প্রকল্পের আওতায় ২ হাজার লোকের চাকরির ব্যবস্থা হবে। আগামী ২বছরের মধ্যে স্ক্যানার স্থাপনের কাজ শেষ হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

সূত্র: আরটিএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img