বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

চাঁদপুরে ফেসবুকে মহানবীﷺকে নিয়ে কটূক্তি করায় হৃদয় দাস নামে এক যুবক গ্রেপ্তার

চাঁদপুরে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় হৃদয় চন্দ্র দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে চাঁদপুরের কচুয়ায় উপজেলার শুয়ারুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার অপর এক যুবকের খেলার একটি ফেসবুক পেজে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে কমেন্টস করে হৃদয় দাস। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ফেসবুক ব্যবহারকারী হৃদয় দাসকে আটক করে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। পরে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন ফোর্স নিয়ে হৃদয় দাসকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ফেসবুকে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে হৃদয় চন্দ্র দাস নামে একজনকে ঘিরে রেখেছিল জনতা। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img