পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারামে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জুন) প্রখ্যাত কারী শায়খ ড. ইয়াসির আল দুসারীরর নেতৃত্বে কা’বা প্রাঙ্গণে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সৌদি সহ বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে। সৌদিতে অবস্থানরত হাজ্বিগণও ইসলামের অন্যতম স্তম্ভ হজ্ব পালন সম্পন্ন করতে ১০ জিলহজ্বে করণীয় ইবাদাতে ব্যস্ত সময় পার করছেন।
গত রাতে আরাফাত ও মিনার মধ্যবর্তী জায়গা মুজদালিফায় অবস্থান ও ছোট ছোট কংকর সংগ্রহ শেষে ভোরে সূর্যোদয়ের আগে আগে মিনার উদ্দেশ্যে চলে আসেন তারা। মিনায় এসে জামরায়ে আকাবায় ৭টি কংকর নিক্ষেপ করেন। কংকর নিক্ষেপের আমলকে হজ্বের পরিভাষায় ‘রমী’ বলা হয়। রমী দুপুরে সূর্য ঢলে যাওয়ার আগে আগে করে ফেলা মুস্তাহাব।
রমী বা ৭ বারে ৭টি কংকর নিক্ষেপের পর হাজ্বিরা দোয়ার জন্য জামরায়ে আকাবা থেকে অন্যত্র সরে আসেন।
এরপর হজ্বে কিরান (এক ইহরামে হজ্ব ও ওমরা দুটোই আদায়ের নিয়ত করা) এবং হজ্বে তামাত্তু (ওমরার জন্য ইহরাম বেঁধে তা পালন শেষে হজ্ব পালনের জন্য পুনরায় নতুন করে ইহরাম বাঁধা) আদায়কারীগণ মিনায় তাদের ওয়াজিব কুরবানি আদায় করেন।
কুরবানির পর হাজ্বিগণ মাথা মুণ্ডিয়ে (ইহরাম অবস্থায় যেসব কাজে নিষেধাজ্ঞা থাকে তা থেকে) হালাল হয়ে যান। তবে শুধুমাত্র স্ত্রী সম্ভোগে নিষেধাজ্ঞা বাকি থাকে।
এরপর অনেকেই তাওয়াফে ইফাদাহ বা তাওয়াফে যিয়ারত করার উদ্দেশ্যে কাঁবায় চলে যান। সেখানে তাওয়াফে যিয়ারত ও সাফা-মারওয়ার সায়ী সম্পন্ন করেন।
তাওয়াফ শেষে হাজ্বিদের অনেকেই যথারীতি মিনায় চলে আসেন। মিনায় অবস্থান করে ১১,১২ ও ১৩ জিলহজ্বের রমী বা কংকর নিক্ষেপের আমল সম্পন্ন করেন।
এক্ষেত্রে জামরায়ে উলা, জামরায়ে উস্তা ও জামরায়ে আকাবায় প্রতিটিতে ৭টি করে মোট ২১টি কংকর নিক্ষেপের আমলটি ১০ জিলহজ্বের মতো সূর্য ঢলে যাওয়ার আগে নয় বরং সূর্য ঢলে যাওয়ার পর আদায় করতে হয়। আর ১৩ জিলহজ্ব কেউ যদি মিনায় থেকে যান তখন তার উপর সেদিন কংকর নিক্ষেপ ওয়াজিব হয়।
সর্বশেষ তাওয়াফে বিদা আদায়ের মধ্যদিয়ে হাজ্বিগণ হজ্বের আনুষ্ঠানিকতা শেষ করেন।
মূলত, মীকাতের বাইরে অবস্থান ও বসবাসকারী হাজ্বীদের জন্য মক্কা মুকাররামা ত্যাগের পূর্বে একটি তাওয়াফ করা ওয়াজিব। একে তাওয়াফে বিদা বলা হয়। এই তাওয়াফ মক্কা থেকে বিদায়ের সময় করা উত্তম।
সূত্র: হারামাইন শরীফাইন