শনিবার, জুলাই ২৭, ২০২৪

পাকিস্তানে সেনাবাহিনীর পছন্দে সরকার হচ্ছে: মাওলানা ফজলুর রহমান

পাকিস্তানে সেনাবাহিনীর পছন্দের ব্যক্তিদের নিয়ে সরকার গঠিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআইএফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেন, সেনাবাহিনীর পছন্দে সরকার গঠিত হলে তা টিকবে না। সেই সরকারের পতন হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখোওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জেইউআইএফ প্রধান।

মাওলানা ফজলুর রহমান বলেন, সেনাবাহিনী নিজেদের পছন্দসই ব্যক্তিদের নিয়ে জাতীয় পরিষদ চায়। নির্বাচনের আগেই আমাদের কাছে খবর ছিল জেইউআইএফকে এবার কম আসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভোট গ্রহণের সময় ভোটকেন্দ্রে নানাভাবে জালিয়াতি হয়েছে।

সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের সঙ্গে আরও কয়েকটি দলের নেতারা ছিলেন। সেখানে ফজলুর রহমান বলেন, তারা দেশ পরিচালনা করতে পারবে না এবং এই পদ্ধতি ধসে পড়বে। বর্তমানে যাঁরা এই পদ্ধতির সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী দিনে এ জন্য তাঁদের চোখের জল ফেলতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img