দক্ষিণ চীন সাগরে যে সমুদ্রসীমা চীন নিজের বলে দাবি করে আসছে তা প্রত্যাখ্যান করেছে আমেরিকা।
সেইসাথে চীনের চাপের মুখে থাকা দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্ল্যাংকিন।
বুধবার ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী টোডোরো লোকসিনের সঙ্গে এক ফোনালাপে তিনি এমন দাবি করেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মিত্র দেশের মধ্যে দীর্ঘ-সময়ের প্রতিরক্ষা চুক্তির প্রতি গুরুত্ব দিয়েছেন অ্যান্থনি ব্লিংকেন। দক্ষিণ চীন সাগরে ম্যানিলা যদি কোনো হামলার মুখোমুখি হয়, তবে সেই চুক্তির পূর্ণ-প্রয়োগের আশ্বাস দিয়েছেন তিনি।
চীনের চাপের মুখে থাকা দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের নিরাপত্তার জন্য পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রতি জোর দিয়েছেন ব্লিংকেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিলিপাইনের সশস্ত্র বাহিনী, নৌযান ও বিমান হামলার শিকার হলে জবাবে এই চুক্তির বাস্তবায়ন করা হবে।
উৎস, রয়টার্স