শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৩ জন

সারাদেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। তবে আজ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬৪ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯৯ হাজার ৪২৫ জন।

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৩ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন এবং দক্ষিণ সিটিতে সাতজন, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ২ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ১ জন করে রোগী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়। চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৬৩ জন মারা গেছেন।

সূত্র : বাসস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img