ব্রিটিশ সেনাবাহিনীর কাধে কাধ মিলিয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন তালেবানদের। সেই সঙ্গে আফগান ও ইসলামী মূল্যবোধ ভুলে গিয়ে বাস্তবায়ন করতে চেয়েছিলেন পশ্চিমা সমাজ ব্যবস্থার। পরিশেষে যে ব্রিটিশদের হয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করলেন, তারাই উপহার দিল এক নিদারুণ বিশ্বাসঘাতকতা।
বলছিলাম ব্রিটিশ সেনাবাহিনীর অর্থায়নের প্রশিক্ষিত আফগান এলিট ফোর্সের ২০০ জন সদস্যের কথা। বর্তমানে যারা পাকিস্তানে লুকিয়ে আছেন।
অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। অথচ নিজেদের অপকর্মের জন্য ভয়ে ফিরে যেতে পারছেন না নিজ দেশ আফগানিস্তানে। এদিকে যে ব্রিটিশদের হয়ে কাজ করেছিলেন তারাও মুখ ফিরিয়ে নিয়েছে।
অন্যদিকে পাকিস্তানে শরনার্থী হিসেবে থাকা আফগানদের বহিষ্কার করতে চাচ্ছে পাক সরকার। যার ফলে ভয়াবহ বিপদের সম্মুখীন হতে যাচ্ছে এসব সৈনিকেরা।
তাদের এমন করুণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেনারেল স্যার রিচার্ড ব্যারনস। যিনি ১২ বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেছেন।
স্বজাতির এমন কর্মকাণ্ডকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করে তিনি বলেন, “এই বিশ্বাসঘাতকতার মূল্য দিতে হবে আমাদের সাথে কাজ করা সেই সব সৈনিকদের। তাদের হয়তো মৃত্যুদণ্ড দেয়া হবে অথবা বাকি জীবন কারাগারেই কাটাতে হবে।”
রিচার্ড ব্যারনস আরো বলেন, “এই সকল সৈন্যদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়া ব্রিটেনের জন্য একটি অপমানজনক বিষয়। কারণ এর মাধ্যমে এটি প্রমাণিত হয় যে একটি জাতি হিসেবে আমরা ‘অপদার্থ’ অথবা ‘বিশ্বাসঘাতক।”
২০২১ সালে তৎকালীন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে বলেছিলেন, আফগানিস্তানে এই বিশেষ বাহিনীর পরিষেবা ব্রিটেনের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ছিল। তাই তাদের নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য ‘যা কিছু দরকার’ তা করবে যুক্তরাজ্য।
তবে ২০২২ সালের মার্চ মাসে পররাষ্ট্র দপ্তরে পাঠানো একটি চিঠি প্রকাশিত হওয়ার পর এসব সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ চিঠিটিতে ৩২ জন আফগান নেতা ব্রিটেনের কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। সেই আবেদনের পক্ষে সুপারিস করেছিলেন ব্রিটেনের জোষ্ঠ কূটনীতিক ও সামরিক সদস্যরা। এতদসত্তেও সেসব নেতাদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় ব্রিটিশ সরকার। এর ফলে পাকিস্তানে পালিয়ে থাকা এসব বিশেষ বাহিনীর সেনারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।
তালেবানের বিপক্ষে কাধে কাধ মিলিয়ে লড়াই:
বর্তমানে পাকিস্তানে লুকিয়ে থাকা আফগান বিশেষ বাহিনীর সদস্যদের মধ্যে একজন হলেন আলী। তিনি এ বিষয়ে মুখ খুলেছেন। বিবিসিকে তিনি জানান, এআরএপি কর্মসূচির আওতায় ব্রিটেনে আশ্রয়ের আবেদন জানালেও কোন সুফল পাননি তিনি। তার মতে, যুক্তরাজ্য তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ও তাকে ছুড়ে ফেলেছে।
তিনি আরো বলেন, “আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর সাথে দীর্ঘদিন আমরা একসঙ্গে ছিলাম। প্রশিক্ষণের সময় আমরা এক তাবুর নিচে ঘুমিয়েছি, একই পাত্র থেকে খাবার খেয়েছি। শুধু তাই নয় অভিযানের সময় ব্রিটিশদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। বিষয়টা অনেকটা এমন ছিল যেন আমরা একই পরিবারের সদস্য।”
২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবানরা। এসময় কাবুল ছেড়ে পালাতে বাধ্য হয় দখলদার সৈনিকরা। এমন দুঃসময়েও ব্রিটিশ পাসপোর্টধারীদের পাশে ছিলেন আলী।
সেসময় রাজধানী কাবুলের ব্যারন হোটেলে অবস্থান করছিল এসব ব্রিটিশ নাগরিকরা।
নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসব ব্রিটিশদের সুরক্ষা দিতে সহকর্মীদের সঙ্গে হোটেলে ছুটে যান আলী। শুধু তাই নয় ব্রিটিশ পাসপোর্টধারীদের আফগানিস্তান থেকে পালিয়ে যেতে সহযোগিতাও করেন। অথচ তার নিজেরই বিমানে ওঠার সুযোগ হয়নি।
এরপর আলী স্থল পথ ধরে পালিয়ে যান পাকিস্তানে। তখনো তিনি মনে মনে আশা বাঁধছিলেন যে, হয়ত খুব শীঘ্রই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ব্রিটিশরা। তবে তার সে ধারণা ভুল ছিল। প্রায় দুই দশক ধরে যে ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেন তারাই দিনশেষে ছুড়ে ফেলে দিল তাকে।
আলী বলেন, “আমি কাজ করতে পারি না। পুলিশের ভয়ে স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে একটি কক্ষে লুকিয়ে আছি। তিন মাস ধরে আমি নিজেই নিজেকে গৃহবন্দী করে রেখেছি।”
ব্রিটিশ সেনা কর্মকর্তা রিচার্ড ব্যারনস বলেন, “আমি ব্যক্তিগতভাবে লজ্জিত। কারণ আমি মনে করি আমরা তাঁদের একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, তবে তা আমরা পূরণ করিনি।”
এদিকে, এসব আফগানদের আশ্রয় দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করা হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে প্রচুর সংখ্যক আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য।
অন্যদিকে, এ বিষয়ে মুখ খুলেছেন আফগানিস্তানের বিশেষ কমান্ডো ‘সিএফ-৩৩৩’ এর প্রথম কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাদী। বর্তমানে তিনি আফগানিস্তান থেকে পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হয়েছেন।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এসব বিশেষ বাহিনীর সদস্যদের নিযুক্ত করতে অর্থ প্রদান করেছিল ব্রিটিশরা। তাদের সমস্ত যন্ত্রপাতি, পোশাক, খাবার, বেতন সহ যাবতীয় খরচের সবকিছুই আসতো যুক্তরাজ্য থেকে। অথচ ব্রিটিশরাই এখন বলছে, এসব সৈনিকরা সরাসরি যুক্তরাজ্যের দ্বারা নিযুক্ত অথবা যুক্তরাজ্যের সরকারি বিভাগের সাথে কাজ করার যোগ্যতা রাখেন না। এই সিদ্ধান্ত পুরোপুরি অন্যায়।”
তিনি আরো বলেন, “আমি ব্রিটিশ সরকারের কাছ থেকে এটা আশা করিনি। তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, অথচ যা এখন ভুলে গিয়েছে। এটা এক ধরনের মিথ্যা প্রলোভন।”
খালিদ আরো বলেন, যখন বিশ্বের সামনে আফগানিস্তানের এসব পশ্চিমাপন্থী জনগণের করুণ পরিণতির কথা পৌঁছাবে তখন তারা কিভাবে পশ্চিমাদেরকে বিশ্বাস করবে ?
সূত্র: বিবিসি