সুদের হার কম রাখার বিষয়ে আঙ্কারার প্রতিজ্ঞা অটুট থাকবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তিনি বলেন, আমরা আমাদের জনগণকে উচ্চ সুদের ভারে পিষ্ট হতে দেবো না।
শুক্রবার (২৬ নভেম্বর) তুরস্কের ইজমির প্রদেশে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, তুরস্কের নতুন অর্থনৈতিক নীতি অনুসারে উৎপাদন, কর্মসংস্থান ও আমদানির তুলনায় রপ্তানি বাড়ানোর দিকেই অগ্রাধিকার দেওয়া হবে।
এদিকে সুদের হার অব্যাহতভাবে কমিয়ে আনার নীতি চালু থাকবে বলে ঘোষনা দিয়েছেন তুরস্কের রাজস্ব ও অর্থ উপমন্ত্রী নুরউদ্দিন নেবাতি।
তিনি বলেন, ২০১৩ সাল থেকে যতবারই আমরা সুদের হার কমানোর নীতি গ্রহণ করেছি, আমরা কঠিন বিরোধিতার মুখে পরেছি। এই বার আমরা তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তুর্কি লিরার ওপর ‘কৃত্রিম আক্রমণ’ এর স্থায়ী কোনো ক্ষতি করবে না।
তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর সুদের হার ১৮ শতাংশ কমিয়ে ক্রমান্বয়ে ১৫ শতাংশ পর্যন্ত এনেছে।