মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

চাবাহার বন্দর আফগানিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: জাবিহুল্লাহ মুজাহিদ

ভারত ও চীনের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের জন্য ইরানের চাবাহার বন্দরকে ধরা হয় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রুট। যা অধিক নিরাপদ রুট বলে ও গণ্য করা হয়। এবার এই বন্দরের গুরুত্ব তুলে ধরেছেন আফগানিস্তানের উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।

গত বুধবার এক অডিও বার্তায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে অবস্থিত চাবাহার বন্দর আফগানিস্তান, ইরান ও ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুজাহিদ আরো বলেন, ইরান ও ভারতের মতো বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায় আফগানিস্তান।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ইরানের চা বাহার বন্দর পরিচালনার দায়িত্ব পায় ভারত। এটি বিশেষ করে ভারত, ইরান এবং আফগানিস্তানের মধ্যে আঞ্চলিক সংযোগ বাড়ানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

সূত্র: এভিএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img