শুক্রবার, জুন ১৩, ২০২৫

পলাতক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

spot_imgspot_img

আত্মগোপনে থাকা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী সিকদারকে (২৪) রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় ফজলে রাব্বী
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর সরাসরি হামলা করে। ৫ আগস্ট সৈরাচারী হাসিনা সকারের পতনের পর থেকে তিনি উত্তরা পশ্চিম থানার এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদে তার অবস্থা জানতে পারে পুলিশ। তারপর শনিবার রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডে অভিযান চালিয়ে ৩৯ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ হাফিজুর রহমান বলেন, ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের মারধরের নেতৃত্বে ছিলেন ফজলে রাব্বী। আন্দোলনে তার কার্যক্রম পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেপ্তার ফজলে রাব্বী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদি গ্রামের সবুজ শিকদারের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img