বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

মেধাবীরা এগিয়ে আসলে রাজনৈতিক সংকট দূর হওয়া সম্ভব : আবুল হাসানাত জালালী

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে কওমী মাদরাসা শিক্ষাবোর্ডসমূহের অধীনে ২০২২/২০২৩ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা” অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ মাহদী বিন সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।

তিনি তার বক্তব্যে বলেন, আজকের তরুণ‌ই আগামী দিনের ভবিষ্যৎ। নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। যোগ্যতার ভিত্তিতে আগামীর নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে।

তিনি মাওলানা মামুনুল হক এর মুক্তি দাবি করে আরো বলেন, মামুনুল হক দীর্ঘ প্রায় তিন বছর হতে চলল কারাগারে বন্দী। ছাত্রপ্রিয় একজন শিক্ষক হিসেবে তার মূল্যবান ক্লাস থেকে ছাত্ররা বঞ্চিত হচ্ছে। নিরাপরাধ হ‌ওয়া সত্ত্বেও সম্পূর্ণ অযৌক্তিকভাবে তাকে বন্দী রাখা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।

নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনেল দাবি জানিয়ে তিনি আরো বলেন, সরকারের আকাশে এখন মেঘের ঘনঘটা। যে কোনো সময় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই সরকারকে বলছি অবস্থান পরিষ্কার করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। ছাত্রসমাজ আর একদলীয় নির্বাচন চায় না।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের যোগ্য হতে হবে। যোগ্যতার কোনো বিকল্প নেই। তাই বিশেষায়িতভাবে প্রত্যেককেই কোনো না কোনো বিষয়ে পারদর্শী হতে হবে। সব বিষয়ে পারদর্শী ‌হ‌ওয়া অসম্ভব। তাই নির্দিষ্ট একটিতে পারদর্শী হতে হবে। বাকি সব শাস্ত্রের কিছু কিছু করে আয়ত্ব করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রাকিকুল ইসলাম, ঢাকা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, পাক্ষিক সবার খবর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ও কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম সাদ। এছাড়াও বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর দপ্তর সম্পাদক মুহাম্মদ মিযানুর রহমান, রমনা থানার সভাপতি মুহাম্মাদ নাইম‌উদ্দীনসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img