চলমান যুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে সমর্থন এবং ইরাক ও সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটিগুলোর সুরক্ষা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যে আরও ৯০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সেনা সদস্যরা বিমান অভিযান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স ব্যাটারি) পরিচালনায় বিশেষভাবে দক্ষ।
গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পরপরই ২ হাজার মেরিন সেনার একটি দল মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিল আমেরিকা। বর্তমানে এই দলটি ভূমধ্যসাগরের ইসরাইলি উপকূলে অবস্থান করছে।
বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেছেন, এই সেনাদের একটি অংশ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছেন; বাকিরাও শিগগিরই যাবেন।
ণের ইচ্ছা প্রকাশ করার পরই ভূমধ্যসাগরে এই মেরিন সেনাদের মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র : এএফপি