ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবীর হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে অবমাননা ও দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ-মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ আসর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও মুহাম্মাদ ইসমাইল খন্দকারের পরিচালনায় অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর।
অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখের সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আবদুল জলিল, এডভোকেট তাওহিদুল ইসরাম তুহিন, মাওলানা ইলিয়াস আহমদ, সাবেক সেক্রটারী জেনারেল সেলিম হোসাইন, মাওলানা আবদুল হক আমিনী, আহসান আহমদ খান, মুহাম্মাদ আবু সালেহ প্রমুখ।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের সমানে থেকে শুরু হয়ে হাবকোর্র মোড় ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম এর অবমাননার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারকে অনুষ্ঠানিকভাবে ফরাসী রাষ্ট্রদূতকে ডেকে মহানবীর সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম এর অবমাননার প্রতিবাদ জানানোর দাবী জানান।